ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

এবি পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ৩১ আগস্ট ২০২৩

নির্বাচন কমিশনের নিবন্ধন দৌড় থেকে ছিটকে পড়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নিবন্ধন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও উপ-সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দলটির আহ্বায়কের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত এই রুল জারি করেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। যিনি দলটির যুগ্ম আহ্বায়ক। তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল মামুন রানা ও ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া

গত ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।

আইনজীবী তাজুল ইসলাম জানান, ২৪ জুলাই ইসি চিঠি দিয়ে জানায় ১০৪ টি উপজেলার দেওয়া তথ্যের মধ্যে ২৫টির তথ্য সঠিক পাওয়া গেছে। বাকি ৭৯টির শর্ত পালনের তথ্য সঠিক পাওয়া যায়নি। কিন্তু কোন কোন উপজেলার শর্ত পালনের তথ্য ঠিক নেই সেটি উল্লেখ করা হয়নি। আমাদের বক্তব্য হলো ১০৪টি উপজেলার সঠিক তথ্য দিয়েছি। এরপরও নিবন্ধন না দেওয়ায় রিট করেছি। আদালত রুল জারি করেছেন।

রুলে নিবন্ধন খারিজ করে ২৪ জুলাইয়ের দেওয়া চিঠি কেন অবৈধ হবে না এবং নিবন্ধন দিতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

 

এফএইচ/কেএসআর/জিকেএস