ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সংবিধান ভঙ্গের পরিণতি কি : দুই মন্ত্রীকে প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৮:১৪ এএম, ২০ মার্চ ২০১৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, `সরকারের দুই মন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। তাদের বক্তব্যে তারা সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছেন।`  তিনি বলেন, `মন্ত্রীরা শপথ নিয়েছেন সংবিধান রক্ষার, এই শপথ ভঙ্গ করলে পরিণতি কী হবে?`

রোববার দুই মন্ত্রীর আদালত অবমানার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি তাদের আইনজীবীদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেন।
একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের উদ্দেশ্যে বলেন, `আপনার মক্কেল যে জবাব দাখিল করেছেন, সেখানে আদালত অবমানার দোষ স্বীকার করেছেন। যেহেতু আপনি অবমানার দোষ স্বীকার করেছেন, সেহেতু আপনার পরিণতি কী হবে? সেটির ব্যাখ্যা দিন।`

উল্লেখ্য, রোববার আপিল বিভাগে দুই মন্ত্রীর হাজিরার দিন ধার্য ছিল। সে অনুযায়ী কামরুল ইসলাম ও মোজাম্মেল হক সকালে আদালতে হাজির হন। শুনানির সময় আদালতে দুই মন্ত্রী প্রায় ৫ মিনিট পর্যন্ত  দাঁড়িয়েছিলেন, তখন দুই মন্ত্রীর আইনজীবীদের  অনুরোধে আদালতের অনুমতি নিয়ে তাদেরকে বসতে বলা হয়।

আদালতে কামরুল ইসলামের  আইনজীবী   আব্দুল বাসেত মজুমদারেকে বলেন,  আপনার ব্যাখ্যা হয়নি। এটা আমরা রিজেক্ট করলঅম। পড়া লেখা করে আসেন। আপনার প্যারা ৫ সাঙ্গাতিক ঔদ্ধত্যপূর্ণ।

রফিক উল হককে বিচারপতি বলেন, আপনি জনকণ্ঠের রায় পড়েছেন। সর্বোচচ আদালতের রায় মানতে কোনো বাধ্যবাধকতা আছে কিনা। বিচার বিচাগে হস্তক্ষেপ এগুলো ফোজদারি আদালত অবমাননা। ডাকাতি মামলার আসামির যেরকম ফৌজদারি অপরাধ এটাও তেমনই। জনকন্ঠের মামলায় বলে দিয়েছি।

মন্ত্রী হিসেবে টকশো যাবেন বিচার বিভাগ নিয়ে সমালোচনা করবেন। আপনি স্বীকার করেছেন অপরাধ করেছেন। আপনি শপথ ভঙ্গ করেছেন। এখন কি হবে?

প্রধান বিচারপতি  আরো বলেন, দেশ চলতে হলে সংবিধান রক্ষা করতে হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে। আমরা সংবিধানের চুল পরিমাণ ব্যত্য করতে পারি না।  

বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা বলেন, আমাদের প্রথা হচ্ছে  ক্ষমা দুই লাইনে চাইতে হয়। হোয়াট ইজ দিস? আপনারা বিশাল ব্যাখ্যা দিয়েছেন।

প্রধান বিচারপতি বলেন, আমরা জানি বাংলাদেশে কারা মুক্তিযোদ্ধা। কার কি ভূমিকা। আপনার মক্কেলকে সুরকষা দিতে না পারলে আদালতে আসবেন না। আপনারা যতই ক্ষমতারধর হন না আইন সোজা চলে। আঁকা বাঁকা পথে চলে না। আমরা অনেক সহ্য করেছি। সংবিধান রক্ষায় যে কোনো আদেশ দিতে কুণ্ঠাবোধ করবো না। আপনি যেই হোন।  
 
এফএইচ/এএইচ/এমএস

আরও পড়ুন