হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা কারাগারে
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে সাতদিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আটক আসামি আবু আহম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৬ জুলাই) হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদির আবু আহম্মদকে আদালতে হাজির করে ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ দিন সকালে হাতিরঝিল থানা পুলিশ জিডির তদন্তের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। হিরো আলম সকালে আদালতে উপস্থিত হন। এরপর আদালত তদন্তের নির্দেশ প্রদান করেন।
সোমবার (২৪ জুলাই) রাতে হিরো আলম হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে জিডি করেন।
হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার (২৪ জুলাই) রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাতদিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় শঙ্কিত হয়ে সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।
জেএ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে শেয়ারট্রিপের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
- ২ ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি
- ৩ বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস: পিএসসির দুই কর্মচারী কারাগারে
- ৪ দুই মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ বিএনপির ১২৫ নেতাকর্মী
- ৫ ন্যায়বিচার, সমতা ও সাংবিধানিক শাসনের প্রহরী সুপ্রিম কোর্ট