ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

অসচ্ছলদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার আহ্বান স্পিকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৫ জুলাই ২০২৩

প্রান্তিক পর্যায়ের গরিব ও অসচ্ছল জনগণকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, নবাগত আইনজীবীদের বিষয়ভিত্তিক বিশেষ প্রশিক্ষণ, উদ্বাস্তু সংকটসহ সব বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কজ করার পরামর্শ দেন তিনি।

শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) অভিষেক ও ঈদ পুনর্মিলনী- ২০২৩ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, এদেশ আমার আপনার সবার। দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের অগ্রগতি ও উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসনের অব্যাহত ধারাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা। আসুন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করি স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন বিভাগের ছাত্র ছিলেন। আইন বিভাগ থেকে শিক্ষার্থীরা ডিগ্রি সম্পন্ন করে আইনজীবী, চাকরি ও রাজনীতিসহ সবক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। আইন বিভাগ অপার সম্ভাবনার নবদ্বার উন্মোচন করে দেয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রথিতযশা ও খ্যাতনামা আইনজীবীরা ডুলার সদস্য। বিচারকাজে গতিশীলতা আনা, গণতন্ত্র ও সুশাসন এবং শোষণ ও বৈষম্যমুক্ত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ডুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।

স্পিকার আরও বলেন, ডুলা আইনজীবীদের গভীর মেলবন্ধনের সুযোগ করে দিয়েছে। ডুলাকে মেধাবী আইনজীবীদের অনন্য সংগঠন উল্লেখ করে তিনি বলেন, এটি প্রতিষ্ঠার পর থেকে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. নজরুল ইসলাম (আসিফ নজরুল)।

এছাড়াও বক্তব্য রাখেন আইন সমিতির সভাপতি মঞ্জুর মুহাম্মদ শাহনেওয়াজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামান চাঁন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম ফায়েজ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, ড. মো. শাহজাহান শাজু, মো. শাহনেওয়াজ টিপু, আহসানুল করিম, আবদুন নূর দুলাল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুলার নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। সঞ্চালনা করেন ডুলার সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এফএইচ/কেএসআর/জিকেএস