ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সাত খুন মামলা : তারেক সাঈদের আবেদন খারিজ

প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৫ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা দ্বিতীয় মামলার বিচার কার্যক্রম বাতিল চেয়ে সাবেক সামরিক কর্মকর্তা তারেক সাঈদের আনা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আমির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ফলে বিচারিক আদালতে তারেক সাঈদের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা থাকল না।
 
গত ২৯ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধি ৫৬১(ক) ধারায় মামলা বাতিল চেয়ে আবেদন করেন তারেক সাঈদ।  নারায়গঞ্জের সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল এ মামলা দায়ের করেন। তারেক সাঈদের আবেদনে এ মামলাটি বাতিল চাওয়া হয়।

মামলা বাতিল আবেদনে বলা হয়, আইন অনুযায়ী একই ঘটনায় দুইটি মামলা চলতে পারে না। এটা ন্যায়বিচারের পরিপন্থি। আবেদনে মামলার আইনগত বৈধতা নেই উল্লেখ করে মামলা বাতিলের আরজি ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

গত ১৩ মার্চ তারেক সাঈদের আবেদনের ওপর শুনানি হয়। তারেক সাইদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানিতে অংশ নেন।   

এর আগে গত ৭ মার্চ তারেক সাঈদের আবেদন শুনতে বিব্রত বোধ করেন হাইকোর্ট। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে তারেক সাঈদের আবেদন শুনানির জন্য ওইদিন উত্থাপিত হয়। পরে বেঞ্চের একজন বিচারপতি বিষয়টি শুনানিতে বিব্রত বোধ করেন। পরে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়া হয়। প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে বেঞ্চে পাঠায়।

গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নারায়গঞ্জের একটি আদালত। এখন এ মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এফএইচ/এএইচ/এমএস

আরও পড়ুন