ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

পরস্পরের বিরুদ্ধে মামলা

মিলা-সানজারিকে অব্যাহতি, তদন্তে মেলেনি অভিযোগ গঠনের উপাদান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৫ জুন ২০২৩

পরস্পরের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক মামলা থেকে সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা ও তার স্বামী পাইলট পারভেজ সানজারিকে অব্যাহতি দিয়েছেন আদালত। কারও মামলাতেই অভিযোগ গঠনের মত কোনো ‘উপাদান নেই’ মর্মে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সংগীতশিল্পী মিলা। এ মামলা থেকে সানজারিকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে সানজারির করা মামলায় অব্যাহতি পান মিলা।

এদিন দুই মামলারই অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। পারভেজ সানজারি আদালতে উপস্থিত হলেও করোনা আক্রান্ত হওয়ায় মিলা আদালতে উপস্থিত হতে পারেননি।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মিলার আইনজীবী আল আমিন বলেন, আজ মিলার বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। অভিযোগ গঠন করার মত উপাদান না থাকায় তাকে অব্যাহতি দিয়েছেন আদালত।

২০১৯ সালের ১১ জুলাই বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সাবেক স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মিলা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর পুলিশের সাইবার ইউনিট আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

২০১৯ সালের ২১ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা করেন তার সাবেক স্বামী পারভেজ সানজারি। আদালত মামলাটি তদন্ত করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপপরিদর্শক মহিদুল ইসলাম অভিযোগের সত্যতা পাওয়ায় মিলার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, মিথ্যা ও অপমান-অপদস্থ করার অভিপ্রায়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫(২)/২৯(১) অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

অভিযোগে সানজারি বলেন, মিলা ২০১৯ সালের ১৬ এপ্রিল দুপুর ১টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ ও দুপুর ১টা ১০ মিনিটে তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে সানজারি, তার পরিবার ও সহকর্মীদের নোংরা ভাষায় গালাগাল করা হয়েছে।

২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা। বিয়ের পর তিনি গানে অনিয়মিত হয়ে পড়েন। জড়িয়ে যান সংসারে। তবে সংসার জীবন তার খুব একটা সুখের হয়নি। দ্বন্দ্ব-বিবাদে জড়িয়ে বিয়ের মাত্র দুই মাসের মাথায় দাম্পত্যের ইতি টানেন এই পপ শিল্পী।

জেএ/এমকেআর/জিকেএস