ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

চাঁদপুরে ১৪৯ মুক্তিযোদ্ধাকে বকেয়াসহ সম্মানী ভাতা দেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ এএম, ১৪ জুন ২০২৩

চাঁদপুরের পাঁচ উপজেলার ১৪৯ জনকে বকেয়াসহ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে যাচাই-বাছাই করে গেজেট বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে রিটকারীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার (১২ জুন) এ রায় দেন।

আদালতে এদিন মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। জামুকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু জাগো নিউজকে জানান, চাঁদপুরের পাঁচ উপজেলার ১৪৯ জন যাচাই-বাছাইয়ের পর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তালিকাভুক্ত হওয়া স্বত্ত্বেও তাদের গেজেটভুক্ত না করা এবং চলমান ভাতা হঠাৎ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে ২০১৬ সালে তারা পৃথক পাঁচটি রিট করেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসে রিট মামলাগুলোর চূড়ান্ত শুনানি শেষে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের ভাতা স্থগিতের দিন থেকে অর্থাৎ ২০১৫ সালের জুলাই মাস থেকে বকেয়া মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের নাম গেজেটভুক্ত করার জন্যও নির্দেশ দেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক আপিল দায়ের করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। আপিল শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের দেওয়া রায়ের আংশিক সংশোধন করে রায় বহাল রাখা হয়। একই সঙ্গে আবেদনকারীদের বকেয়া ভাতাসহ মুক্তিযোদ্ধা ভাতা অব্যাহত রাখার নির্দেশ দেন আদালত।

এফএইচ/এমকেআর/এএসএম