ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সাত খুন মামলা বাতিলে নূর হোসেনের আবেদন

প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৩ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের সাত খুন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে আলোচিত এ হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি নূর হোসেন। নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আর এম লুৎফর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের শুনানি হতে পারে।
   
আইনজীবী লুৎফর রহমান আকন্দ বলেন, ঘটনাস্থলে নূর হোসেন ছিলেন সাক্ষ্যে এমন কোনো বক্তব্য উঠে আসেনি। এমনকি র্যা বের অভিযুক্ত সদস্যরা বলেছেন, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ঘটনা ঘটিয়েছে। এছাড়াও কাউন্সিলর নজরুলের স্ত্রীর করা মামলা হয়েছে ঘটনার ১২দিন পরে। ওই মামলায় এজাহারে কারো নাম নেই। তাই নূর হোসেনের বিরুদ্ধে এ মামলা চলতে পারে না। এ জন্য মামলা দুটি বাতিলে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দু’টি হত্যা মামলা দায়ের করেন।
 
তদন্ত শেষে গত বছরের ৮ এপ্রিল কাউন্সিলর নূর হোসেন এবং র্যা বের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন ও এমএম রানাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় পুলিশ।
গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দু’টি মামলায় নূর হোসেন ও  র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়।
সাত খুনের মামলায় নূর হোসেন এবং র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২২জন কারাগারে রয়েছে। বাকিরা পলাতক রয়েছে।
 
এফএইচ/এএইচ/এবিএস