ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ঢাকা ওয়াসা: উত্তম কুমারের চুক্তিভিত্তিক নিয়োগ হাইকোর্টে স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৯ মে ২০২৩

ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া উত্তম কুমার রায়ের নিয়োগ স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া তার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ মে) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

এফএইচ/এমএইচআর/জেআইএম