ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারে পাল্টাপাল্টি ইফতার পার্টি নিয়ে উত্তেজনা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৯ এএম, ০৫ এপ্রিল ২০২৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে সমিতি ভবনে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। আবার আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী ঘোষিত সমিতির নতুন কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আবদুন নূর দুলাল ইফতার পার্টির আহ্বান করেছেন।

অন্যদিকে গত ৩০ মার্চ সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে সমিতির সাধারণ সদস্যদের এক তলবি সভা গঠিত সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (অ্যাডহক কমিটি) আহ্বায়ক মহসিন রশিদের ও সদস্য সচিব শাহ আহমেদ বাদলও সুপ্রিম কোর্ট বারের সদস্যদের জন্য ৬ এপ্রিল বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে একই স্থানে ইফতার মাহফিল আয়োজন করেছে।

এদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজল বারের আয়োজিত ইফতার পার্টি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তারা এ ইফতার পার্টিতে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরা অন্য আইনজীবীদের ইফতার পার্টির প্রতিবাদে ৬ এপ্রিল সুপ্রিম কোর্টে দিনব্যাপী কালো পতাকা মিছিল করবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজল।

পাল্টাপাল্টি ইফতার পার্টি এবং প্রতিহত করার ঘোষণায় সুপ্রিম কোর্ট অঙ্গণের পরিবেশ উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

jagonews24

এদিকে এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অনির্বাচিতদের স্বীকৃতি দেবেন না। তিনি বলেন, ৬ এপ্রিল সুপ্রিম কোর্ট বারের ইফতার পার্টি দিয়েছে। প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাবো এ ইফতার পার্টিতে আসবে না। অন্য বিচারপতিদের প্রতিও আহ্বান জানাচ্ছি ওই ইফার পার্টিতে আসবেন না। তিনি বলেন, ওইদিন প্রতিহত করা হবে।

সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট বারের কলঙ্ক মুক্ত করতে হবে। সুপ্রিম কোর্টের কলঙ্কমুক্ত করতে আমাদের লড়াই চলবে। এ লড়াইয়ে জিততে হবে। তিনি দখলদারদের বিরুদ্ধে সব আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একতরফা নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির আইনজীবীরা। বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে শতাধিক আইনজীবী বিক্ষোভ মিছিল অংশ নেন।

অন্যদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরাও সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছে। প্রায় শতাধিক সরকার সমর্থক আইনজীবী এতে অংশ নেন।

দুপুরে বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য দেন বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজল।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী আবেদ রাজা, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল, আইনজীবী মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান, অ্যাডভোকেট মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট নাসির উদ্দিন সম্রাট, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সুজা অ্যাডভোকেট কাইয়ুম প্রমুখ।

এর আগে গত ৩০ মার্চ সমিতির সাধারণ সদস্যদের এক তলবি সভার সিদ্ধান্তে বলা হয়, ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।

এর আগে গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুরের মতো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ঘোষিত ফলাফলে ১৪টি পদের সবকটিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। বিএনপিপন্থি আইনজীবীদের দাবি, তারা এ নির্বাচনে ভোটদান থেকে বিরত ছিলেন।

এফএইচ/এমআইএইচএস