আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
চেক প্রতারণার অভিযোগের মামলায় অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৭ মার্চ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
>> দেরিতে হলেও সবাইকে টাকা দেওয়া হবে: আলেশার চেয়ারম্যান
মামলার বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেছেন, তোফাজ্জল হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল কেনেন। তবে যথাসময়ে তাকে মোটরসাইকেল সরবরাহ করা হয়নি। পরে আলেশা মার্ট কর্তৃপক্ষ মোটরসাইকেলের দাম বাবদ দেওয়া এক লাখ ৬৩ হাজার টাকার একটি ফিরতি চেক দেন তাকে। কিন্তু নির্দিষ্ট তারিখে আসামির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় পরবর্তী সময়ে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল অথবা চেকের টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন।
>> বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্ট কর্মচারীদের বিক্ষোভ
এরপরও আসামি বাদীকে পাওনা টাকা ফেরত না দেওয়ায় গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন।
আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে বুধবার (২৫ জানুয়ারি) হাজির থাকতে দিন ধার্য করেন। নির্ধারিত তারিখে আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
জেএ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
- ২ ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের অভিযোগ দিলেন শিবিরের ৭ নেতাকর্মী
- ৩ হাসিনার ২ উপদেষ্টা ও ১০ সাবেক মন্ত্রীর ট্রাইব্যুনালে হাজিরা কাল
- ৪ কারাগারে পাঠানোর আদেশ শুনে পালালো আসামি, পুলিশের ২ সদস্য বরখাস্ত
- ৫ খালেদা জিয়াসহ আটজনের মামলায় আরও সাতজনের সাক্ষ্য