ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মীর কাসেমের সর্বোচ্চ শাস্তির আর্জি অ্যাটর্নি জেনারেলের

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সর্বোচ্চ দণ্ড বহাল রাখার আর্জি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বুধবার মীর কাসেমের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তি উপস্থাপন কালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে এই আর্জি জানান।

পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, জসিম, টুন্টু সেন ও রঞ্জিত দাসকে হত্যা করে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার অপরাধে আদালত জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দিয়েছেন তা বহাল রাখার আর্জি জানিয়েছি।

তিনি বলেন, আমাদের বক্তব্য সমাপ্ত করেছি। এখন আসামিপক্ষ উত্তর দিচ্ছেন। আশা করছি আজ শেষ হবে। দুটি অভিযোগে মীর কাশেম আলীকে ফাঁসি দিয়েছিলো। এটা সঠিক ছিলো। একাত্তর সালে জসিম,টুনটু সেন ও রঞ্জিত দাসকে হত্যা করে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার হয়েছিলো। ডালিম হোটেলে নির্যাতনের কথা অস্বীকার করেনি আসামিপক্ষ। এ অভিযোগে দণ্ড বহাল রাখার আবেদন জানিয়েছি।

মাহবুবে আলম বলেন, সাক্ষীতে কাসেম আলীর বোন উল্টো বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, মীর কাসেম আলী কুমিল্লায় ছিলেন। এখানে ঘটনাস্থলে তার না থাকা নিয়ে নানা রকম বক্তব্য দেখা যাচ্ছে। সব মিলিয়ে হত্যার দায় মীর কাসেম আলী এড়াতে পারে না।

এফএইচ/জেএইচ/পিআর