সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মারক স্তম্ভ নির্মাণে একটি গাথুনির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী এটি উদ্বোধন করেন। এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমীন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার এসোশিয়েশনের) সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আইনজীবী অ্যাডভোকেট আব্দুন নূর দুলালসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলন।
সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের চত্বরে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ নির্মাণ করা হচ্ছে।সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরে ফুল বাগানের দক্ষিণ প্রান্তে এরই মধ্যে স্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোছাইন বলেন, সুপ্রিম কোর্টের যে স্থানে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিয়েছিলেন, সেই স্থানে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ সংক্রান্ত বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (১৮ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে একটি স্মারক স্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এফএইচ/এমআইএইচএস/এমএস