আদালত থেকে জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য আজাদ বরখাস্ত
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে-চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ সদস্য নুরে আজাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওইদিন আজাদের মুখে-চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় তার সহকর্মীরা। ঘটনার সময় দুই জঙ্গিকে আটকাতে সক্ষম হয়েছিলেন তিনি। এ নিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাত পুলিশকে সাময়িক বরখাস্ত করা হলো।
রোববার (২৭ নভেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় নুরে আজাদসহ সাত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নুরে আজাদ গতকাল শনিবার ডিউটিতে যোগদান করেন। তার সঙ্গে চার পুলিশ সদস্য ঘটনার দিন ডিউটিতে ছিলেন। কিন্তু তিনি একাই চার জঙ্গিকে নিয়ে যাচ্ছিলেন। ডিউটিতে চারজন থাকা শর্তেও তিনি কেন একাই চার জঙ্গিকে নিয়ে যাচ্ছিলেন তা তদন্তের বিষয়। কমিশনার মহদোয়ের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।
সাময়িক বরখাস্ত হওয়া অপর পুলিশ সদস্যরা হলেন- সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ (এসআই) নাহিদুর রহমান ভূঁইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান, জয়নাল ও আব্দুস সাত্তার।
এর আগে রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এসময় আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল থেকে আরাফাত ও সবুরকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরও ৭-৮ জনকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আনসার আল ইসলামের সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে সাগর ওরফে বড় ভাই ওরফে মেজর জিয়ার (চাকরিচ্যুত মেজর) পরিকল্পনা ও নির্দেশনায় আয়মান ওরফে মশিউর রহমান (৩৭), সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক (২৪), তানভীর ওরফে সামশেদ মিয়া ওরফে সাইফুল ওরফে তুষার বিশ্বাস (২৬), রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ ওরফে সুমন (২৬) ও মো. ওমর ফারুক ওরফে নোমান ওরফে আলী ওরফে সাদ (২৮) পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।
এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দুটি মোটরসাইকেলযোগে আনসার আল ইসলামের অজ্ঞাতনামা ৫/৬ জন সদস্য অবস্থান নেয়। এছাড়াও আদালতের আশপাশে অবস্থান করা অজ্ঞাতনামা আরও ১০/১২ জন আনসার আল ইসলামের সদস্য আদালতের মূল ফটকের সামনে অবস্থান করে। এরপর তারা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে যায়।
মামলার এজাহারে আরও বলা হয়, রোববার সকাল ৮টা ৫ মিনিটে কাশিমপুর থেকে ১২ জন আসামিকে ঢাকার আদালতে প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রসিকিউশন বিভাগে আসামিদের হাজিরা দেওয়ার জন্য সিজেএম আদালত ভবনের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ৮-এ নিয়ে যাওয়া হয়।
এ মামলার শুনানি শেষে জামিনে থাকা ১৩ নম্বর আসামি মো. ঈদী আমিন (২৭) ও ১৪ নম্বর আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) আদালত থেকে বের হয়ে যায়।
এরপর বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আদালতের মূল ফটকের সামনে পৌঁছানো মাত্র আগে থেকেই দুটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা আনসার আল ইসলামের ৫/৬ জন সদস্য, আদালতের আশপাশে অবস্থানরত আনসার আল ইসলামের আরও ১০/১২ জন সদস্য হামলা করে। তারা কনস্টেবল আজাদের হেফাজতে থাকা আসামি মইনুল হাসান শামিম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪), মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) মো. আরাফাত রহমান (২৪) ও মো. আ. সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সুজনকে (২১) ছিনিয়ে নিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।
কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আসামিদের মধ্যে কোনো একজন তার হাতে থাকা লোহা কাটার যন্ত্র দিয়ে কনস্টেবল আজাদের মুখে আঘাত করে।
জেএ/জেএইচ/জিকেএস
টাইমলাইন
- ০৫:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই মামলায় আত্মসমর্পণের পর রিমান্ডে ঈদী আমিন
- ০৩:১৮ পিএম, ২৭ নভেম্বর ২০২২ আদালত থেকে জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্য আজাদ বরখাস্ত
- ০৪:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২২ সেদিন রিজার্ভ পুলিশ রিকুইজিশন দেওয়া হলো না কেন?
- ০৫:৫৩ পিএম, ২৩ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া একজন গ্রেফতার
- ০২:৪৪ পিএম, ২২ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাই: তদন্তে আরও সময় চাইবে কমিটি
- ০১:৫৬ পিএম, ২১ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ধরতে অভিযানে র্যাবের সব ইউনিট
- ০১:০৫ পিএম, ২১ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারিতে, যে কোনো সময় গ্রেফতার
- ১২:০৩ পিএম, ২১ নভেম্বর ২০২২ ৪ জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার মিশনে অংশ নেয় ১৮ জন
- ১১:২৯ এএম, ২১ নভেম্বর ২০২২ পুলিশের মুখে স্প্রে করে আসামি ছিনতাই: মামলার তদন্তে সিটিটিসি
- ০৯:৪১ পিএম, ২০ নভেম্বর ২০২২ ফিল্মি স্টাইলে জঙ্গি ছিনতাই, ২০১৪ সালের পুনরাবৃত্তি
- ০৭:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা
- ০৬:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই: আহত পুলিশ সদস্যকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি
- ০৫:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২২ বেনাপোল চেকপোস্টে রেড অ্যালার্ট জারি
- ০৪:৫৪ পিএম, ২০ নভেম্বর ২০২২ যেভাবে মোটরসাইকেলে চম্পট দুই জঙ্গি, দেখুন সিসিটিভি ফুটেজে
- ০৪:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০২২ জঙ্গি ছিনতাই: আদালতের গেটে নেই সিসি ক্যামেরা!
- ০৪:২২ পিএম, ২০ নভেম্বর ২০২২ রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আহত কনস্টেবল আজাদ
- ০৪:০৭ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার
- ০৩:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা
- ০৩:৪০ পিএম, ২০ নভেম্বর ২০২২ দুই জঙ্গি ছিনতাই: রাজধানীতে রেড অ্যালার্ট
- ০৩:২৮ পিএম, ২০ নভেম্বর ২০২২ মোটরসাইকেলে চড়ে চম্পট দুই জঙ্গি, ধরতে মোড়ে মোড়ে চেকপোস্ট