ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিচারপতি মানিকের জাজশিপ প্রত্যাহারে আবেদন

প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ‘জাজশিপ’ প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন এক আইনজীবী। মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক বঙ্গ ভবনে এ আবেদন জমা দেন। পরে তিনি নিজে সাংবাদিকদের বিষয়টি জানান।

মোজাম্মেল হক বলেন, আবেদনপত্রটি রাষ্ট্রপতির কার্যালয় গ্রহণ করেছে। আবেদনে বলা হয়েছে, বর্তমানে শামসুদ্দিন চৌধুরী মানিক ‘সাবেক বিচারপতি’ শব্দগুলি ব্যবহার করে কারণে-অকারণে যে অবস্থার সৃষ্টি করছেন তাতে জাতি এবং বিজ্ঞ আইনজীবীগণ ভীত সন্ত্রস্ত এই যে ‘এই সাবেক বিচারপতিই’ স্বাধীন বিচার ব্যবস্থার স্থায়ী কলঙ্ক না হয়ে যান।

তিনি সময়ে অসময়ে বিভিন্ন জনকে হুমকি প্রদান করেছেন যে, তিনি সরকারের অধীন আবার গুরুত্বপূর্ণ পদ লাভ করবেন। আবেদন পত্রে আরো বলা হয়, একজন নৈতিকতা বির্বজিত অশালীন কর্মকাণ্ডে লিপ্ত যাকে সুপ্রিম কোর্টের ইতিহাস ভঙ্গ করে বিদায়ী এমন একজন ব্যক্তির জন্য স্বাধীন বিচার ব্যবস্থার সব্বোর্চ আদালতের বিচারক উপাধি ব্যবহার করা মোটেই সমীচীন নয়।

তিনি প্রধান বিচারপতি মহোদয়কে ও বিচার বিভাগকে নিয়ে যে কর্মকাণ্ড শুরু করেছেন সেক্ষেত্রে তার জাজশিপ কেড়ে নেয়াই হবে একমাত্র আইনি ব্যবস্থা।

অ্যাডভোকেট মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, জাজশিপ কেড়ে নেয়া হলে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী নামের আগে ‘সাবেক বিচারপতি’ উপাধি ব্যবহার করতে পারবেন না।

এই আইনজীবী বলেন, অতিদ্রুত যদি রাষ্ট্রপতির কার্যালয় থেকে তার জাজশিপ প্রত্যাহারের ব্যবস্থা নেয়া না হয় তাহলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

letter-law
later-law

এফএইচ/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন