প্রাইভেটকারে গার্ডার: এবার ১০ জনের নামে অবহেলাজনিত হত্যা মামলা
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডারচাপায় প্রাইভেটকারে থাকা পাঁচজন নিহতের ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগে দশজনের নামে মামলা হয়েছে। আদালত মামলাটি উত্তরা পশ্চিম থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
রোববার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে নিহত আইয়ুব হোসেন রুবেলের প্রথম স্ত্রী শাহিদা খানম মামলাটি করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন- আইএফএসসিওএন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন ও হেড অব অপারেশনস আজহারুল ইসলাম মিঠু, সিজিজিসি’র প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম, সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ, ক্রেনচালক আল-আমিন হোসেন ওরফে হৃদয়, হেলপার রাকিব হোসেন, ইফতেখার হোসেন, তোফাজ্জল হোসেন তুষার, রুহুল আমীন মৃধা, রুবেল ও আফরোজ মিয়া।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ আগস্ট উত্তরা পশ্চিম থানার প্যারাডাউস টাওয়ারের সামনে আশুলিয়াগামী ঢাকা-ময়মনসিংহ সেক্টর-৩ এর ৩ নম্বর রোডে প্রাইভেটকারের ওপর বিআরটি প্রকল্পের অধীনে কর্মরত ৫০ টন ওজনের গার্ডার বক্স আছড়ে পড়ে গাড়িতে অবস্থানরত আইয়ুব হোসেন রুবেল ওরফে নুর ইসলাম রুবেলসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ দায়িত্বকালীন হেলথ সেফটি অ্যান্ড এনভাইরনমেন্টের ওপর কোনো জ্ঞান না থাকায় সেফটির জন্য অর্থাৎ ক্রেন চালানোর প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করার যা যা প্রয়োজন তার যথার্থ পদক্ষেপ কখনোই গ্রহণ করেননি। চরম অবহেলা এবং খামখেয়ালি করে প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করে চলেছেন, যার ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, ক্রেনচালক আল-আমিন নিজে দায়িত্ব পালন না করে হেলপার রাকিবকে দিয়ে ক্রেন পরিচালনা করে বেআইনি কাজ করে যাচ্ছিলেন। ঘটনার সময় আল-আমিন ও রাকিব মৃত্যু পরিস্থিতি জেনেও কোনোরূপ সহযোগিতা না করেই স্থান ত্যাগ করে পালিয়ে যান। আসামিদের চরম অবহেলা, গাফিলতি এবং অদক্ষ, অযোগ্য জনবল নিয়োগের মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণের কারণে পাঁচজন মৃত্যুবরণ করেছে বলে মামলায় অভিযোগ করা হয়।
গত ১৫ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে উত্তরায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। ওই গাড়িতে থাকা নবদম্পতি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।
ঘটনার রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝরণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন। মামলা নম্বর-৪২।
এ মামলায় ১৭ আগস্ট রাতে ক্রেনচালক ছাড়াও সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করে র্যাব।
জেএ/এমএইচআর/জেআইএম
টাইমলাইন
- ০৬:০১ পিএম, ২১ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: এবার ১০ জনের নামে অবহেলাজনিত হত্যা মামলা
- ০৭:৫৪ পিএম, ১৮ আগস্ট ২০২২ এসএসসি পাসেই বিআরটি প্রকল্পের ‘সেফটি ইঞ্জিনিয়ার’ জুলফিকার
- ০৬:১৮ পিএম, ১৮ আগস্ট ২০২২ গার্ডার দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দাবি আইপিডির
- ০১:২০ পিএম, ১৮ আগস্ট ২০২২ ৭০ টনের গার্ডার তুলছিল ৫০ টনের ক্রেন, ছিল না ফিটনেস
- ০২:১৭ পিএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: মামলা তদন্তে ডিবি
- ১২:৩৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ ‘উত্তরার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড’
- ১২:১০ পিএম, ১৭ আগস্ট ২০২২ এবার ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আসক-ব্ল্যাস্টের রিট
- ১২:০৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: বাবা-মায়ের কবরের পাশে শায়িত রুবেল
- ১০:৫০ এএম, ১৭ আগস্ট ২০২২ জামালপুরে পারিবারিক কবরস্থানে ৪ জনের মরদেহ দাফন
- ১০:১০ এএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ০৯:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঢাকায় চলাচলে নিরাপত্তার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
- ০৭:৩৮ পিএম, ১৬ আগস্ট ২০২২ নিরাপত্তার ঘাটতি ছিল, দায়ভার জড়িত সবার: বিআরটি এমডি
- ০৬:২১ পিএম, ১৬ আগস্ট ২০২২ লাশের জন্য অপেক্ষা স্বজনদের, বাড়িতে শোকের মাতম
- ০৫:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
- ০৫:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডারচাপায় ৫ মৃত্যু: তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর
- ০৫:৩০ পিএম, ১৬ আগস্ট ২০২২ বারবার নিরাপত্তা লঙ্ঘন, চীনা দূতাবাসকে জানাবে বাংলাদেশ
- ০৫:২৬ পিএম, ১৬ আগস্ট ২০২২ ময়নাতদন্ত শেষে বাড়ির উদ্দেশ্যে ৫ মরদেহ
- ০৫:১৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ যেভাবে মর্মান্তিক মৃত্যু হয় ৫ জনের
- ০৫:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: সড়ক সচিব
- ০৫:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২২ চার কারণে উত্তরার দুর্ঘটনা: প্রাথমিক তদন্ত
- ০৪:৩৬ পিএম, ১৬ আগস্ট ২০২২ আধাঘণ্টা বেঁচে ছিলেন রুবেল ও শিশু জাকারিয়া
- ০২:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদার কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ০১:৪০ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন
- ০১:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ রুবেলের মরদেহ নিতে মর্গে স্ত্রী দাবিদার ৪ নারী
- ১২:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব
- ১২:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি দেখছে তদন্ত কমিটি
- ১২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০২২ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন নবদম্পতি হৃদয়-রিয়ামনি
- ১২:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ ‘ঝুলন্ত গার্ডার দেখেছি, ভাবতেও পারিনি এটা আমাদের ওপর পড়বে’
- ১১:৫৬ এএম, ১৬ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন দুর্ঘটনা: রিট করতে বললেন হাইকোর্ট
- ১১:৫০ এএম, ১৬ আগস্ট ২০২২ আমার বাবার মৃত্যুর দায় কে নেবে?
- ১১:১৬ এএম, ১৬ আগস্ট ২০২২ বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিক
- ১০:৫২ এএম, ১৬ আগস্ট ২০২২ এমন মৃত্যু দেখে উত্তরার মানুষ শোকে স্তব্ধ
- ০৫:৫৪ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘মনে হচ্ছিল গাড়ির ভিতর আমরা সবাই’
- ০৫:৩৫ এএম, ১৬ আগস্ট ২০২২ আধাঘণ্টা কান্নার পর মায়ের কোলে ঢলে পড়ে শিশু জাকারিয়া
- ০৩:৫১ এএম, ১৬ আগস্ট ২০২২ চালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
- ০২:৪১ এএম, ১৬ আগস্ট ২০২২ ঢাকায় দুর্ঘটনায় একদিনেই ঝরলো ১২ প্রাণ
- ০১:৪৫ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘পুলিশ ভাই লাশগুলো রাখেন, মোবাইল-গহনা দিয়ে দেন’
- ০১:২৫ এএম, ১৬ আগস্ট ২০২২ কারও অবহেলা থাকলে দ্রুত আইনের আওতায় আনুন: ফখরুল
- ১২:৫৫ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, ঠিকাদারের বিরুদ্ধে মামলা করবো’
- ১২:১৯ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘মানুষের জীবন এমন তুচ্ছ-তাচ্ছিল্য হতে পারে না’
- ১১:৫৬ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৬ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরা-গাজীপুর সড়ক
- ১১:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৫ মরদেহ সোহরাওয়ার্দীর মর্গে, ময়নাতদন্ত মঙ্গলবার
- ১০:০২ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৫ ঘণ্টা পর সরানো হলো ১২০ টনের গার্ডার-প্রাইভেটকার
- ০৯:২১ পিএম, ১৫ আগস্ট ২০২২ গার্ডার তৎক্ষণাৎ সরানোর সক্ষমতা না থাকায় উদ্ধারকাজে দেরি
- ০৯:২০ পিএম, ১৫ আগস্ট ২০২২ বেঁচে রইলেন শুধু নবদম্পতি
- ০৮:৫৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি
- ০৮:০৯ পিএম, ১৫ আগস্ট ২০২২ প্রাইভেটকার থেকে বের হলো ৫ মরদেহ
- ০৭:৪৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় গার্ডার পড়ে চারজনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ০৭:১৯ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন দুর্ঘটনায় রাজধানীজুড়ে তীব্র যানজট
- ০৭:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ ‘কোম্পানির বিরুদ্ধে শতকোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা উচিত’
- ০৬:৪১ পিএম, ১৫ আগস্ট ২০২২ এর আগেও প্রাণ কেড়েছিল বিআরটির গার্ডার
- ০৫:২৪ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত