প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ নিহত পাঁচ যাত্রীর প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন।
গত পাঁচ বছরে ফ্লাইওভার নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটির উন্নয়ন প্রকল্পে জননিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন তলবেরও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
গত সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরায় প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। ওই গাড়িতে থাকা নবদম্পতি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।
নিহতরা হলেন- আইয়ুব আলী হোসেন রুবেল (৫৫), ফাহিমা আক্তার (৩৮), ঝরণা আক্তার (২৭), জান্নাতুল (৬) ও জাকারিয়া (৪)। এরইমধ্যে তাদের দাফন সম্পন্ন হয়েছে। আহত নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
ঘটনার রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝরণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন। মামলা নম্বর-৪২।
মামলায় অবহেলাজনিতভাবে ক্রেইন পরিচালনাকারী চালক, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরইমধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানিয়েছেন, উত্তরার দুর্ঘটনায় দায়ের করা মামলায় অবহেলাজনিতভাবে ক্রেইন পরিচালনাকারী চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ দুর্ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পরপরই সোমবার রাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিটিকে একদিনের মধ্যে প্রাথমিক ও দুদিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
‘এখানে ন্যূনতম নিরাপত্তা নেই’ উল্লেখ বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গত ১৫ জুলাই গাজীপুরে বিআরটি প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। ওই দুর্ঘটনায় এক শ্রমিক ও একজন পথচারী আহত হন। এরপরও জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দিয়ে ঝুঁকিপূর্ণভাবে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ায় সোমবার আরও বড় দুর্ঘটনা ঘটে।
এফএইচ/এমকেআর/জেআইএম
টাইমলাইন
- ০৬:০১ পিএম, ২১ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: এবার ১০ জনের নামে অবহেলাজনিত হত্যা মামলা
- ০৭:৫৪ পিএম, ১৮ আগস্ট ২০২২ এসএসসি পাসেই বিআরটি প্রকল্পের ‘সেফটি ইঞ্জিনিয়ার’ জুলফিকার
- ০৬:১৮ পিএম, ১৮ আগস্ট ২০২২ গার্ডার দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দাবি আইপিডির
- ০১:২০ পিএম, ১৮ আগস্ট ২০২২ ৭০ টনের গার্ডার তুলছিল ৫০ টনের ক্রেন, ছিল না ফিটনেস
- ০২:১৭ পিএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: মামলা তদন্তে ডিবি
- ১২:৩৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ ‘উত্তরার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড’
- ১২:১০ পিএম, ১৭ আগস্ট ২০২২ এবার ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আসক-ব্ল্যাস্টের রিট
- ১২:০৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: বাবা-মায়ের কবরের পাশে শায়িত রুবেল
- ১০:৫০ এএম, ১৭ আগস্ট ২০২২ জামালপুরে পারিবারিক কবরস্থানে ৪ জনের মরদেহ দাফন
- ১০:১০ এএম, ১৭ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ০৯:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঢাকায় চলাচলে নিরাপত্তার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
- ০৭:৩৮ পিএম, ১৬ আগস্ট ২০২২ নিরাপত্তার ঘাটতি ছিল, দায়ভার জড়িত সবার: বিআরটি এমডি
- ০৬:২১ পিএম, ১৬ আগস্ট ২০২২ লাশের জন্য অপেক্ষা স্বজনদের, বাড়িতে শোকের মাতম
- ০৫:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
- ০৫:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডারচাপায় ৫ মৃত্যু: তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর
- ০৫:৩০ পিএম, ১৬ আগস্ট ২০২২ বারবার নিরাপত্তা লঙ্ঘন, চীনা দূতাবাসকে জানাবে বাংলাদেশ
- ০৫:২৬ পিএম, ১৬ আগস্ট ২০২২ ময়নাতদন্ত শেষে বাড়ির উদ্দেশ্যে ৫ মরদেহ
- ০৫:১৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ যেভাবে মর্মান্তিক মৃত্যু হয় ৫ জনের
- ০৫:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা: সড়ক সচিব
- ০৫:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২২ চার কারণে উত্তরার দুর্ঘটনা: প্রাথমিক তদন্ত
- ০৪:৩৬ পিএম, ১৬ আগস্ট ২০২২ আধাঘণ্টা বেঁচে ছিলেন রুবেল ও শিশু জাকারিয়া
- ০২:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদার কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ০১:৪০ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন
- ০১:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ রুবেলের মরদেহ নিতে মর্গে স্ত্রী দাবিদার ৪ নারী
- ১২:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০২২ প্রাইভেটকারে গার্ডার: জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র্যাব
- ১২:৫৫ পিএম, ১৬ আগস্ট ২০২২ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি দেখছে তদন্ত কমিটি
- ১২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০২২ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন নবদম্পতি হৃদয়-রিয়ামনি
- ১২:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ ‘ঝুলন্ত গার্ডার দেখেছি, ভাবতেও পারিনি এটা আমাদের ওপর পড়বে’
- ১১:৫৬ এএম, ১৬ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন দুর্ঘটনা: রিট করতে বললেন হাইকোর্ট
- ১১:৫০ এএম, ১৬ আগস্ট ২০২২ আমার বাবার মৃত্যুর দায় কে নেবে?
- ১১:১৬ এএম, ১৬ আগস্ট ২০২২ বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিক
- ১০:৫২ এএম, ১৬ আগস্ট ২০২২ এমন মৃত্যু দেখে উত্তরার মানুষ শোকে স্তব্ধ
- ০৫:৫৪ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘মনে হচ্ছিল গাড়ির ভিতর আমরা সবাই’
- ০৫:৩৫ এএম, ১৬ আগস্ট ২০২২ আধাঘণ্টা কান্নার পর মায়ের কোলে ঢলে পড়ে শিশু জাকারিয়া
- ০৩:৫১ এএম, ১৬ আগস্ট ২০২২ চালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
- ০২:৪১ এএম, ১৬ আগস্ট ২০২২ ঢাকায় দুর্ঘটনায় একদিনেই ঝরলো ১২ প্রাণ
- ০১:৪৫ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘পুলিশ ভাই লাশগুলো রাখেন, মোবাইল-গহনা দিয়ে দেন’
- ০১:২৫ এএম, ১৬ আগস্ট ২০২২ কারও অবহেলা থাকলে দ্রুত আইনের আওতায় আনুন: ফখরুল
- ১২:৫৫ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড, ঠিকাদারের বিরুদ্ধে মামলা করবো’
- ১২:১৯ এএম, ১৬ আগস্ট ২০২২ ‘মানুষের জীবন এমন তুচ্ছ-তাচ্ছিল্য হতে পারে না’
- ১১:৫৬ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৬ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরা-গাজীপুর সড়ক
- ১১:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৫ মরদেহ সোহরাওয়ার্দীর মর্গে, ময়নাতদন্ত মঙ্গলবার
- ১০:০২ পিএম, ১৫ আগস্ট ২০২২ ৫ ঘণ্টা পর সরানো হলো ১২০ টনের গার্ডার-প্রাইভেটকার
- ০৯:২১ পিএম, ১৫ আগস্ট ২০২২ গার্ডার তৎক্ষণাৎ সরানোর সক্ষমতা না থাকায় উদ্ধারকাজে দেরি
- ০৯:২০ পিএম, ১৫ আগস্ট ২০২২ বেঁচে রইলেন শুধু নবদম্পতি
- ০৮:৫৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি
- ০৮:০৯ পিএম, ১৫ আগস্ট ২০২২ প্রাইভেটকার থেকে বের হলো ৫ মরদেহ
- ০৭:৪৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় গার্ডার পড়ে চারজনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ০৭:১৯ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন দুর্ঘটনায় রাজধানীজুড়ে তীব্র যানজট
- ০৭:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ ‘কোম্পানির বিরুদ্ধে শতকোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা উচিত’
- ০৬:৪১ পিএম, ১৫ আগস্ট ২০২২ এর আগেও প্রাণ কেড়েছিল বিআরটির গার্ডার
- ০৫:২৪ পিএম, ১৫ আগস্ট ২০২২ উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত