ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৬ জুন ২০২২

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২৬ জুন) জুনিয়র আইনজীবী মো. সগীর হোসেন লিওন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্যার (জয়নুল আবেদীন) শুক্রবার (২৪ জুন) থেকে করোনায় আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছেন। বাসায় থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চালাচ্ছেন। তিনি আইনজীবীসহ দেশের সবার কাছে দোয়া চেয়েছেন।

জয়নুল আবেদীনের বয়স ৬৯ বছর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এফএইচ/এসএএইচ/এএসএম