ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

চাঞ্চল্যকর ১০০ হত্যা মামলা নিয়ে শিশির মনিরের বই প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৬ এপ্রিল ২০২২

বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলাসহ দেশের চাঞ্চল্যকর ১০০ টি হত্যা মামলা নিয়ে ‘An Overview of 100 Sensational Murder Cases of Bangladesh’ শিরোনামে বই লিখেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে আইনজীবী সমিতির উত্তর হলে শিশির মনিরের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এছাড়া আরও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণা দেবনাথ বলেন, ‘আমার ৪১ বছরের বিচারিক জীবনে আপনাদের (আইনজীবী) কাছ থেকে অনেক শিখেছি। এখন থেকে ২০/২৫ বছর পরে তখন হয়তো আমরা অনেকেই থাকব না। এত বছর পরে আইন অঙ্গনে আজকের খন্দকার মাহবুব হোসেনের মত একজন হবেন শিশির মনির। আমার বেঞ্চে যখন শিশির মনির দাঁড়াতো, তখন আমি খুব ভরসা পেতাম। আইনের ব্যাখ্যা এবং রেফারেন্সগুলো তুলে ধরেন তিনি। এই যে ভরসাস্থল। একজন জুনিয়র আইনজীবী আদালতের ভরসাস্থল হিসেবে দাঁড়াতে পারেন। সেজন্য জুনিয়রদের বলব আপনারা এমন একটা জায়গায় যান।’

বিশেষ অতিথির বক্তব্যে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এ বইটি স্বর্ণখনির ন্যায় আইনজীবী ও বিচারকদের জন্য কাজে দেবে। বইটিকে হ্যান্ডবুক হিসেবে রাখা উচিত।

সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, একজন তরুণ আইনজীবী হিসেবে শিশির মনির বই লেখার যে উদ্যোগ নিয়েছেন, তা বিরল। তার এ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

সিনিয়র আইনজীবী এম শামসুল হক বলেন, একটা জাতি কতটা সংস্কৃতিমনা সেটা নির্ভর করে সে জাতির বিচার ব্যবস্থার ভূমিকার ওপর।

সিনিয়র একেএম ফজলুল হক খান ফরিদ বলেন, একজন আইনজীবীর জীবন শুধু ওকালতি না। জীবনকে উপভোগ করতে হবে। একটা বিচার বিভাগের বার যদি সমৃদ্ধ না হয়, তাহলে বেঞ্চ (আদালত) সমৃদ্ধ হবে না।

সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান বলেন, আইন পেশায় ভালো করতে হলে, আইনটা ভালো করে পড়তে হবে। কিন্তু তা না করে আমরা শুধু শর্টকার্ট সিদ্ধান্ত খুঁজে বেড়াই, রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য।

মোহাম্মদ শিশির মনিরের লেখা বইয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, সৌদি কূটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা মামলা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলা, এরশাদ শিকদারের মামলাসহ ১০০ গুরুত্বপূর্ণ মামলা স্থান পেয়েছে।

এফএইচ/এমএএইচ/এএসএম