ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৫ মার্চ ২০২২

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী কলেজশিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়। এরপর শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা নাম্বার ১৮(৩)২২। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতানামা আসামি হিসেবে অভিযোগ করেন।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এতে নিহত হন- জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও রিকশা আরোহী সামিয়া আফরিন প্রীতি (২৪)।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জাগো নিউজকে নিশ্চিত করেছেন। আর প্রীতি রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।

রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।

জেএ/জেএইচ/এএসএম

টাইমলাইন

  1. ০৮:৩২ এএম, ০৫ এপ্রিল ২০২২ টিপু হত্যা: শুটার মাসুমের মোটরসাইকেলচালক শামীম নজরদারিতে
  2. ০২:৪৬ পিএম, ২৭ মার্চ ২০২২ মামলা থেকে ‘অব্যাহতির আশ্বাসে’ টিপুকে হত্যার কন্ট্রাক্ট নেন মাসুম
  3. ০২:২৩ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতিকে হত্যার পর সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন মাসুম
  4. ০২:১০ পিএম, ২৭ মার্চ ২০২২ টিপু-প্রীতি হত্যার ৪৮ ঘণ্টা পর মূল শুটার মাসুম গ্রেফতার
  5. ১২:০৭ পিএম, ২৭ মার্চ ২০২২ আওয়ামী লীগ নেতা টিপু হত্যা: শুটার গ্রেফতার
  6. ০৪:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২২ টিপু হত্যাকাণ্ড: শিগগির ‘ভালো খবর’ জানাবে ডিবি
  7. ০৭:৩৪ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু-প্রীতির খুনিরা রেহাই পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  8. ০৫:১৭ পিএম, ২৫ মার্চ ২০২২ মতিঝিলে টিপুর জানাজা সম্পন্ন, অংশ নিলেন মেয়র তাপস
  9. ০৪:৪১ পিএম, ২৫ মার্চ ২০২২ টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে
  10. ০৪:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২২ ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছোড়ে খুনি, টিপুর শরীরেই লাগে ১০টি
  11. ০৩:৫৮ পিএম, ২৫ মার্চ ২০২২ বিচার কার কাছে চাইবো: প্রীতির বাবা
  12. ০২:৪০ পিএম, ২৫ মার্চ ২০২২ কলেজছাত্রী প্রীতির প্রতিপক্ষ কে ছিল?
  13. ০২:১১ পিএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতাকে গুলি করে হত্যা: আসামি শনাক্তে কাজ করছে র‌্যাব
  14. ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা
  15. ০২:২৯ এএম, ২৫ মার্চ ২০২২ আ’লীগ নেতা খুন: গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা
  16. ১১:৪০ পিএম, ২৪ মার্চ ২০২২ রাজধানীতে আ’লীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা