ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পর এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ (এস কে মোরশেদ) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তথ্যটি গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, গতকাল (সোমবার) করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে। হাতিরপুলের বাসায় আইসোলেশনে আছি।

এর আগে গত ১৬ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেন।

এ এম আমিন উদ্দিন বলেন, ১৬ জানুয়ারি করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান তিনি।

এদিকে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ আপিল বিভাগে জানিয়েছেন, বর্তমানে হাইকোর্টের ১৩ জন বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এমন পরিস্থিতিতে আবারও ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট (উভয় বিভাগের) বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।

এফএইচ/এমআরআর/এমএস