ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

দণ্ড কার্যকর সময়ের ব্যাপার মাত্র

প্রকাশিত: ০৪:০২ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রায় কার্যকরের ক্ষেত্রে এখন আর কোনো বাধা রইল না বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় জাগো নিউজের কাছে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের পর অন্যান্য অপরাধীর সাজা যেভাবে কার্যকর হয়েছে, নিজামীর মৃত্যুদণ্ড তেমনি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হবে।

তিনি আরো বলেন, আল-বদর প্রধান নিজামী মুক্তিযুদ্ধের সময় যে জঘন্য অপরাধ করেছেন, আদালত তা আমলে নিয়েই মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আরেক ধাপ এগিয়ে গেল।

যুধদ্ধাপরাধ দল জামায়াতেরও বিচার দ্রুতম সময়ের মধ্যে সম্পন্ন হবে উল্লেখ করে আনিসুল হক বলন, সংগঠনটির শীর্ষ নেতাদের বিচার কার্যকর করা হচ্ছে। সাংগঠনিক সিদ্ধান্তেই তারা অপরাধ করেছিলেন। এ কারণে বিজ্ঞ আদালত জামায়াতে ইসলামীকেও যুদ্ধাপরাধ দল বলে বারবার অভিযুক্ত করছেন।

এএসএস/এএইচ/পিআর

আরও পড়ুন