ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্টের আরও চার বিচারপতি করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসনসহ চার বিচারপতি। তাদের আগে আক্রান্ত হয়েছেন আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি নাজমুল আহাসান।

বুধবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে বিচারপতিদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিকিৎসক, পুলিশ, নার্স, সাংবাদিক, আমলা, ব্যাংকার, প্রকৌশলী, আইনজীবীসহ প্রায় সব পেশার মানুষই একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন। আবার সুস্থ হয়েছেন অনেকে। এবার বিচারকদের মধ্যেও হানা দিয়েছে করোনাভাইরাস।

জানা গেছে, করোনা আক্রান্ত বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছিল।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহীনুর ইসলাম বিদেশে অবকাশ যাপন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে প্রথমে তার ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। গত ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনিও করোনা আক্রান্ত।

এরপর তার স্ত্রীরও করোনা পজিটিভ রেজাল্ট আসে। বর্তমানে তারা ছেলের বাসায় চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হয়ে তারা দেশে ফিরবেন।

এফএইচ/ইএ/জিকেএস