অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার কারাগারে
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে করা মামলায় লঞ্চটির দুই মাস্টারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন- লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এদিন রাষ্ট্রপক্ষে নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জামিনের বিরোধিতা করে বলেন, ‘অভিযুক্তরা তাদের কর্তব্যে চরম অবহেলা করে দেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ও কলংকজনক নৌ-দুর্ঘটনা ঘটিয়েছেন। আসামিরা যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করে বিপদে লঞ্চ ছেড়ে পালিয়েছেন। তারা কোনো জীবন রক্ষাকারী সরঞ্জাম ব্যবহার করেননি। অগ্নিকাণ্ডের পর জাহাজ তীরে না ভিড়িয়ে চালু রেখে চরম অবহেলা প্রদর্শন করে এই ট্রাজেডি ঘটান। এই ঘটনায় ৪২টি তাজা প্রাণ পুড়ে ছাই হয়েছে। ন্যায়বিচার শুধু করলেই হয় না, ন্যায়বিচার দেখিয়ে দিতে হয়। আমরা আসামিদের জামিনের ব্যাপারে জোর আপত্তি করছি।’
অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন। তিনি আসামিদের জামিন প্রার্থনা করেন। তিনি বলেন, ‘জামিন পেলে আসামিরা বিচারে অংশগ্রহণ করবে এবং পলাতক হবে না।’
এর আগে, গত ২৬ ডিসেম্বর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগমের নৌ-আদালতে নৌ-অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান স্পেশাল মেরিন আইনের ৫৬/৬৬ ও ৭০ ধারায় অভিযোগ এনে আটজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার আসামিরা হলেন- লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি। এছাড়া লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি অভিযান-১০ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি ঝালকাঠির নলছিটি থানা এলাকা অতিক্রম করার পর রাত আনুমানিক ৩টায় ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। পরে ঝালকাঠির সুগন্ধা নদীর লঞ্চঘাটের অনেক আগেই জাহাজে থাকা যাত্রীদের অনেকে নদীতে লাফ দেন। আগুনে কেবিনসহ সবই পুড়ে যায়।
ইনচার্জ মাস্টার, ইনচার্জ ড্রাইভার ও সেকেন্ড ড্রাইভার আগুন নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেওয়ায় ৪২ জন যাত্রী পুড়ে মারা যান। আনুমানিক ১৫০ জন যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নৌযানটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ বয়া, বালির বাক্স ও বালতি ছিল না। ইঞ্জিন রুমের বাইরে অননুমোদিতভাবে অনেকগুলো ডিজেলবোঝাই ড্রাম ও রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ছিল বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জেএ/এআরএ/এএসএম
টাইমলাইন
- ০৫:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ ৩০০ যাত্রীকে উদ্ধার করা সেই মিলন পেলেন শুভেচ্ছা উপহার
- ০৩:৪৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ পুড়ে যাওয়া লঞ্চ জব্দ, মালামাল থানায় নিয়েছে পুলিশ
- ১০:৩৯ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি
- ০১:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ অভিযান-১০ লঞ্চের দুই মাস্টার কারাগারে
- ১০:৫৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: নিহত-দগ্ধদের ক্ষতিপূরণের রিট শুনানি আজ
- ১০:৪৩ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মানুষ পোড়া গন্ধে স্বাস্থ্যঝুঁকিতে সুগন্ধার দু’তীরের বাসিন্দারা
- ০৪:২৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে যাত্রীপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে
- ০৩:০৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে গাফিলতির শাস্তি নিশ্চিত করতে হবে: নাছিমা বেগম
- ১২:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭ জন আশঙ্কাজনক
- ১১:৪২ এএম, ২৭ ডিসেম্বর ২০২১ সুগন্ধা থেকে ভাসমান মরদেহ উদ্ধার
- ০৬:২৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ বিলাসবহুল অভিযান-১০ লঞ্চে ছিল পদে পদে অনিয়ম
- ০১:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ প্রাথমিক তদন্ত: ইঞ্জিন রুম থেকেই লঞ্চে আগুনের সূত্রপাত
- ১২:৫৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
- ০৯:২৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ আহাজারি করারও লোক নেই আজিজের বাড়িতে
- ০৮:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ পুত্র-পুত্রবধূ-নাতি নিয়ে মেয়ের বাড়ি যাওয়া হলো না মনোয়ারার
- ০৭:৫৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: বার্ন ইনস্টিটিউটে ২২ জন, চিকিৎসা শেষে ফিরেছেন ৫ জন
- ০৭:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘তিল ধারণেরও ঠাঁই ছিল না লঞ্চটিতে’
- ০৭:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চ ট্র্যাজেডিতে এগিয়ে এসে প্রশংসায় ভাসছেন দিয়াকুল গ্রামবাসী
- ০৬:৪০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ চিকিৎসা শেষে বরিশাল মেডিকেল থেকে বাড়ি ফিরলেন দগ্ধ ১৬ জন
- ০৪:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে ঝালকাঠিতে মামলা
- ০৪:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ সাথীরা ঘুমিয়ে থেকেও বেঁচে ফিরল, জেগে থেকেও বাঁচতে পারলো না রাকিব
- ০৩:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘নৌপরিবহনে যাত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নাজুক’
- ০৩:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ বাবার কোল থেকে হারিয়ে যাওয়া তাবাসসুমকে পাওয়া গেলো কফিনে
- ০১:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ খাকদোনের পাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন ২৭ জন
- ০১:১০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু: স্বাস্থ্যসচিব
- ০১:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ সুগন্ধার বুকে প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনরা
- ১১:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ কেউ শঙ্কামুক্ত নয়: সামন্ত লাল সেন
- ১১:৪৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ জানাজা হলো ২৯ মরদেহের
- ১১:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ ‘মা এলো ঠিকই, তবে লাশ হয়ে’
- ০৯:৫৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ মামার হাতে যমজ দুই ভাগনির মরদেহ, নিখোঁজ মা
- ০৮:২৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ বরগুনা সদর হাসপাতালে স্বজনদের অপেক্ষায় ৩২ মরদেহ
- ০২:৪৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: ঢাকায় আনতে অ্যাম্বুলেন্স ভাড়া ১৯ হাজার টাকা
- ১২:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: ইউএনওর মুখে বেঁচে ফেরার বর্ণনা
- ১০:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নৌ প্রতিমন্ত্রী
- ০৯:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ চিরঘুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শিশু তাইফা
- ০৯:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আইসিইউতে নেওয়া হলো দগ্ধ মারুফা ও শাহিনুরকে
- ০৯:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ অগ্নিকাণ্ডের পর খোঁজ নেই লঞ্চের স্টাফদের
- ০৯:১১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘আমাদের সামনেই জ্বলন্ত মানুষ নিচে পড়ছিল’
- ০৮:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ বেঁচে ফেরা যাত্রীরা দুষছেন লঞ্চের মাস্টার-সারেংকেই
- ০৮:৪২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ র্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হলো মারুফা-সেলিমকে
- ০৬:৫২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের চিকিৎসায় বরিশালে চিকিৎসক-ওষুধ পাঠানো হয়েছে
- ০৬:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধ বেশিরভাগই আশঙ্কাজনক: সামন্তলাল সেন
- ০৬:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দেখতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী
- ০৬:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: খোঁজ মিলছে না বরগুনার ১৯ যাত্রীর
- ০৬:১৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না’
- ০৬:১৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘হয়তো অপারেটর ইঞ্জিন রুমে ছিলেন না বা আগুন লাগার পর পালিয়েছেন’
- ০৫:৩৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আগুন লাগার পরও এক ঘণ্টা ধরে চলতে থাকে লঞ্চটি: নৌপুলিশ
- ০৫:৩১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ ‘আমাদের হিসাব মতে লঞ্চটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিলেন’
- ০৫:১২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন: দগ্ধ ৪ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে
- ০৪:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধায় হতাহতদের উদ্ধারে হেলিকপ্টার, ঘটনাস্থলে র্যাব ডিজি
- ০৪:২৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ মৃতদের পরিবার পাবে দেড় লাখ টাকা: নৌপ্রতিমন্ত্রী
- ০৩:৫০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আগুনে পুরো লঞ্চ পুড়ে যাওয়া রহস্যজনক: নৌপ্রতিমন্ত্রী
- ০৩:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ০৩:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ হাসপাতালে দগ্ধদের আর্তনাদ, বাইরে স্বজনদের আহাজারি
- ০২:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ পুড়ে অঙ্গার তাইফা, হাসপাতালে দগ্ধ বাবা
- ০২:১৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
- ০২:১৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের দ্রুত ঢাকায় পাঠানোর নির্দেশ
- ০২:০৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণ গেলো আরও এক শিশুর, মৃত বেড়ে ৪০
- ০১:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধদের হেলিকপ্টারে ঢাকায় আনার দাবি যাত্রী কল্যাণ সমিতির
- ১২:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধায় নিখোঁজদের সন্ধানে ডুবুরিরা
- ১২:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩৯
- ১২:২৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিটি
- ১২:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১ দগ্ধ রোগীদের চিকিৎসায় বরিশাল যাচ্ছেন চার চিকিৎসক
- ১১:৫১ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌপ্রতিমন্ত্রীর শোক
- ১১:৪৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ বরিশাল মেডিকেলের বার্ন ইউনিট বন্ধ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
- ১১:৩৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন ইউএনও
- ১১:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে আগুন তদন্তে ঝালকাঠি জেলা প্রশাসনের কমিটি
- ১০:৩৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ সুগন্ধা নদীর পাড়ে স্বজনদের আহাজারি
- ১০:২৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে অগ্নিকাণ্ড: ঝালকাঠির পথে নৌপ্রতিমন্ত্রী
- ১০:০৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ লঞ্চে দগ্ধ ৭২ যাত্রী বরিশাল মেডিকেলে, আশঙ্কাজনক ২০
- ০৯:৩২ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ মাঝরাতে চলন্ত লঞ্চে পুড়ে অঙ্গার ৩০ যাত্রী
- ০৮:১৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২১ যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন, ১৬ জনের মরদেহ উদ্ধার