ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নটর ডেম শিক্ষার্থী নিহত: গাড়ির হেলপার ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২১

রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলায় গাড়ির হেলপার রাসেল খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে নিহত শিক্ষার্থীর বাবা শাহ আলম বাদী হয়ে পল্টন থানায় সড়ক ও পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় গাড়ির হেলপার রাসেল খানকে গ্রেফতার দেখানো হয়। তবে গাড়ির চালক হারুন অর রশিদ এখনো পলাতক আছেন। হারুন মূলত সিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

এদিকে গাড়িচাপায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।

জেএ/এমকেআর/জেআইএম