হাইকোর্টে যুবদল-ছাত্রদলের ২০ নেতার আগাম জামিন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে সংঘর্ষের ঘটনায় করা মামলায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ ২০ জনের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ।
আইনজীবী সৈয়দ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গত ২৭ অক্টোবর রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করা হয়।’
তিনি বলেন, ‘এ মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন আসামিরা। সেই আবেদনের শুনানি নিয়ে ২০ জনকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।’
হাইকোর্টের একই বেঞ্চ এ মামলায় গত ৩ নভেম্বর কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ ২১ জনকে আগাম জামিন দিয়েছিলেন।
এফএইচ/এএএইচ/এএসএম