প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন মেলেনি সাহেদের

এক ব্যবসায়ীর করা প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন মেলেনি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের।
মঙ্গলবার (২৬ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি ফরিদ উদ্দিন আহমেদ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
আদালতে আজ সাহেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বালু, রড, ইট ও পাথর ব্যবসার প্রতারণা নিয়ে সাহেদের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করা হয়। এই সাত মামলার চার্জশিট দিয়েছে সিআইডি। মামলাগুলোতে সাহেদের বিরুদ্ধে বালু ব্যবসায় সাতজন ব্যবসায়ীর কাছ থেকে চার কোটি ৯০ লাখ টাকার বালু গ্রহণ করে মূল্য পরিশোধ না করার অভিযোগ করা হয়েছে। এর একটি মামলায় জামিন আবেদন করা হয় আজ।
২০২০ সালের ১৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী মামলাটি করেছিলেন। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ১৭ জুন পর্যন্ত বিভিন্ন সময় বালুসহ অন্যান্য মালামাল নিয়ে প্রতারণার অভিযোগ আনা হয় মামলায়।
বিজ্ঞাপন
এফএইচ/বিএ/এমএস
বিজ্ঞাপন
সর্বশেষ - আইন-আদালত
- ১ গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রায় চূড়ান্ত
- ২ জামিন পেলেন এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল
- ৩ স্বামী-স্ত্রীর ঝগড়া, জমি নিয়ে বিরোধের অভিযোগও ট্রাইব্যুনালে
- ৪ কাঠগড়ার সামনে থাকা পুলিশ সদস্যের কাঁধে হাত রেখে কামরুলের খোশগল্প
- ৫ সংস্কার নিয়ে প্রধান বিচারপতির রোডম্যাপের প্রশংসায় কূটনীতিকরা