ই-কমার্স গ্রাহকদের লোভ কমিয়ে সচেতন হওয়ার পরামর্শ
ই-কমার্সের নামে প্রতিনিয়ত প্রতারিত হওয়ায় গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ই-কমার্সের নামে প্রতারণা রোধে মানুষকে সচেতন করার কথাও বলেছেন আদালত।
ফোনে আড়িপাতা বন্ধ চেয়ে করা রিটের শুনানিতে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন পরামর্শ দেন।
ফোনে আড়িপাতা বন্ধে রিটের শুনানিতে আইনজীবী শিশির মনিরের কাছে ই-কমার্স বিষয়ে জানতে চান হাইকোর্ট। তখন শিশির মনির বলেন, আমাদের দেশে ই-কমার্স ব্যবসার নামে অনেক বেশি ফ্রি অফার থাকে, যা বিদেশি প্রতিষ্ঠান আলিবাবা, অ্যামাজনে থাকে না। আমাদের দেশের গ্রাহকরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হন।
তখন আদালত বলেন, ‘হ্যাঁ আমরা তো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি। আপনারা তো পাবলিক ইন্টারেস্টের মামলা করেন। আপনাদের উচিত পাবলিকদের সচেতন করা, তারা যেন এক্ষেত্রে লোভ কমান।’
আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, আমাদের দেশের ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়টা এমন যে, প্রথমে তারা অফার দেবে- একটা মোটরসাইকেলের টাকায় দুইটা মোটরসাইকেল। এরপর গ্রাহকরা টাকা দিয়ে মোটরসাইকেল পাবে এবং টাকাটা বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে দিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানে চলে যাবে। এরপর আবার দুইটা কিনলে আরও দুইটা ফ্রি, চারটা কিনলে আরও চারটা ফ্রি পাবে এমন অফার আসে।
তিনি আরও বলেন, কিন্তু এক পর্যায়ে যখন গ্রাহক অধিকসংখ্যক যেমন- আটটা মোটরসাইকেল কিনলে আরও আটটা মোটরসাইকেল পাওয়ার জন্য টাকা দেয় তখন সে টাকা চলে যায়, কিন্তু মোটরসাইকেল আর আসে না।
পরে ফোনে আড়িপাতা বন্ধে ও ফোনালাপ ফাঁসের ঘটনার তদন্ত চেয়ে করা রিটের আদেশের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন হাইকোর্ট।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, আড়িপাতা ও ফোনালাপ ফাঁসের ঘটনায় রিটের শুনানিতে আদালত স্বপ্রণোদিত হয়ে এসব কথা বলেন।
তিনি জানান, দেশের মানুষ প্রতারণার শিকার হচ্ছে বেশকিছু ই-কমার্স মার্কেট থেকে। তখন ইভ্যালি ও ই-অরেঞ্জ নিয়ে কথা উঠলে আদালত জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এফএইচ/এসএইচএস/জেআইএম
টাইমলাইন
- ০২:২৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ রাসেল দম্পতির মুক্তির দাবিতে আজও আদালতের সামনে মানববন্ধন
- ০১:৩৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ আদালতে ইভ্যালির রাসেল, কারাগারে রাখার আবেদন
- ১১:৪৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডির মুক্তির দাবিতে মানববন্ধন
- ০৩:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ ই-কমার্স গ্রাহকদের লোভ কমিয়ে সচেতন হওয়ার পরামর্শ
- ১২:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ এবার রাসেল দম্পতিসহ ইভ্যালির ২০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ০৪:৪২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ করোনা পরিস্থিতিতে পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে ইভ্যালি: আইনজীবী
- ০৩:৫২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির রাসেলের মুক্তি চেয়ে এবার আদালতের সামনে বিক্ষোভ
- ০৩:২৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডি ৩ দিনের রিমান্ডে
- ০৩:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডির জামিন আবেদন
- ০২:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন
- ০২:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ আদালতে ইভ্যালির চেয়ারম্যান-এমডি
- ০১:৩৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ বিদেশি কোম্পানির কাছে ইভ্যালি বিক্রির পরিকল্পনা ছিল: র্যাব
- ০১:৩৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ১০ দিনের রিমান্ড চাওয়া হবে রাসেল দম্পতির
- ০১:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ সুনসান ইভ্যালির কার্যালয়
- ০১:১৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ গুলশান থানায় নেওয়া হলো রাসেল দম্পতিকে
- ১২:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালি থেকে মাসে ১০ লাখ নিতেন রাসেল দম্পতি: র্যাব
- ০৯:২৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ আরও কিছু মাস প্রয়োজন ছিল: ইভ্যালি
- ০২:৩৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির এমডি-সিইও’র মুক্তির দাবিতে মানববন্ধনের ডাক
- ০৯:১৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে জিজ্ঞাসাবাদ চলছে, থানায় হস্তান্তর আজ
- ০৭:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ‘ইভ্যালির রাসেল চেয়েছেন ৬ মাস, হাতে এখনো ৫ মাস’
- ০৬:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ গ্রেফতারের পর উল্টো ইভ্যালির রাসেলের পক্ষেই বিক্ষোভ
- ০৫:২৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ র্যাব সদর দপ্তরে নেওয়া হলো ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে
- ০৪:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ আজ অফিসেও যাননি ইভ্যালির এমডি রাসেল
- ০৪:৫৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী গ্রেফতার
- ০৪:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির রাসেলের বাসায় অভিযানে র্যাব