ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষ: ছাত্রদলের জুয়েল-রুমি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৪ আগস্ট ২০২১

রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমান রুমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ আগস্ট) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগস্ট বিএনপির ৪৭ জন নেতাকর্মীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ২৬ জন নেতাকর্মীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত অন্য ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া এ মামলায় গ্রেফতার ইমন ইব্রাহিম ও রবিউল ইসলাম কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, গত ১৭ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও বিএনপির নেতাকর্মী মিলে এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা করে।

জেএ/এআরএ/এমকেএইচ