ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল চায় আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৯ আগস্ট ২০২১

করোনার ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের সব অবকাশকালীন বা ঐচ্ছিক ছুটি বাতিল ও পরবর্তী কয়েক বছর ছুটি কমিয়ে আনতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

একইসঙ্গে হাইকোর্ট বিভাগে আগাম জামিন শুনানির এখতিয়ার পুনর্বহাল করায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছেন সমিতির নেতারা।

সমিতির কার্যকরী কমিটির পক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ আবেদন জানান।

আবেদনে বলা হয়, ‘আমরা সবাই অবগত আছি যে, বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের বিচারিক কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। লকডাউন শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালতসমূহ পরিচালিত হচ্ছে।’

‘করোনাকালে দীর্ঘদিন সুপ্রিম কোর্ট বন্ধ থাকলেও সরকারি অন্যান্য প্রতিষ্ঠান বিশেষত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম বন্ধ ছিল না। ফলে লকডাউনেও বিচারপ্রার্থী জনগণ পুলিলি হয়রানি ও অনেকাংশে প্রশাসনিক নিগ্রহের শিকার হয়েছেন। কিন্তু দেশব্যাপী আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থীরা আইন-আদালতে আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।’

‘এরই প্রেক্ষিতে সমিতির পক্ষ থেকে সম্পাদক গত ৪ আগস্ট প্রধান বিচারপতির কাছে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চালুর জন্য অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ১৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে (বিজ্ঞপ্তি নং-২৪৯এ) আগামী ২২ আগস্ট রোববার থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন শুনানি হবে মর্মে সিদ্ধান্ত প্রদান করেছেন। এজন্য সমিতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এতে আরো বলা হয়, ‘দীর্ঘদিন দেশব্যাপী আদালত বন্ধ থাকায়/সীমিত পরিসরে চালু থাকায় শুধুমাত্র ন্যায় বিচারই লঙ্ঘিত হয়নি, নিষ্পত্তি না হওয়া মামলার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সমিতি মনে করে, ২০২১ সালের বাকি সময়ের ক্যালেন্ডারভুক্ত সব অবকাশকালীন ঐচ্ছিক ছুটি বাতিল করে এবং পরবর্তী বছরগুলোর ছুটি কমিয়ে এনে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব।’

‘গত বছর করোনার ক্ষতি পুষিয়ে নিতে আইনজীবী সমিতির পক্ষ থেকে ২০২০ সালের ৮ জুলাই আপনার নিকট এক আবেদনে বছরের বাকি ছুটি বাতিলের অনুরোধ জানানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ আগস্ট অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় বছরের বাকি ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয় (বিজ্ঞপ্তি নং-৩১৯)। এই সিদ্ধান্ত বিজ্ঞ আইনজীবী, বিচারপ্রার্থী মানুষ ও সর্বমহলে প্রসংসিত হয়েছিল। এবারও সবাই অনুরুপ সিদ্ধান্ত প্রত্যাশা করে।’

এফএইচ/এএএইচ/এএসএম