আজও ভার্চুয়ালি চলবে আপিল বিভাগ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে আজ বৃহস্পতিবারও ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার কাজ চলবে।
এর আগে একই কার্যতালিকায় মঙ্গলবার ও বুধবার বিচার কাজ চলবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
তবে বুধবার (৭ জুলাই) বিচার কার্যক্রম চলাকালে প্রধান বিচারপতি বলেছেন, একই কার্যতালিকায় বৃহস্পতিবারও (৮ জুলাই) বিচার কার্যক্রম চলবে। এর পরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার এই দুই দিন বিচারপতি, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ বাসা থেকে আপিল বিভাগের মামলার শুনানিতে সংযুক্ত ছিলেন।
গত ৩০ জুন দেয়া সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে আপিল বিভাগ ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে পরিচালিত হবে।
৬ ও ৭ জুলাই অনলাইন কজলিস্ট অনুযায়ী আপিল বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফৌজদারি আপিল ও জেল আপিল শুনানি হবে।
আপিল বিভাগের বিচারপতি, আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বাসা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানিতে সংযুক্ত হবেন।
এ বিজ্ঞপ্তি অনুসারে, মঙ্গলবার ও বুধবার ভার্চুয়ালি আপিল বিভাগের বিচার কাজ চলে আসছিল। আজ আবারও একইভাবে বসবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
অপরদিকে চলমান বিধিনিষেধে হাইকোর্ট বিভাগে তিন একক বেঞ্চ ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করছেন। অতি জরুরি বিষয়ে রিট ও দেওয়ানি বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম, ফৌজদারি বিষয়ে বিচারপতি জে বি এম হাসান এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার।
এফএইচ/এমএইচআর/এমকেএইচ