ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

করোনা ভ্যাকসিনে আইনজীবীদের অন্তর্ভুক্তি, শুনানি ২৭ জুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৪ জুন ২০২১

করোনা ভ্যাকসিন প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় আইনজীবীদের অন্তর্ভুক্ত করতে জারি করা রুলের ওপর আগামী ২৭ জুন শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিকে, করোনা ভ্যাকসিন সম্পর্কিত সর্বশেষ তথ্য রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সব ধরনের তথ্য স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছ থেকে জেনে আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, করোনা ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকার তালিকায় ১৯ ধরনের ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ১১ এপ্রিল একটি রিট আবেদন করেন অ্যাডভোকেট মো. আবু তালেব।

তারও আগে চলতি বছরের ৩১ মার্চ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের করোনা ভ্যাকসিনপ্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন তিনি। ওই নোটিশের পরে ব্যবস্থা না নেয়ায় রিট আবেদন করা হয়। এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

এই রুল চূড়ান্ত শুনানির জন্য বৃহস্পতিবার হাইকোর্টের কার্যতালিকায় ছিল। রিট আবেদনের পক্ষে শুনানির জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবীরা ভার্চুয়ালি যুক্ত হন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে, আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে গত বছরের ৩ ডিসেম্বর স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এফএইচ/এসএস/জিকেএস