নিজামীর দণ্ড বহালে অ্যাটর্নি জেনারেলের জোরালো বক্তব্য উপস্থাপন
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর চারটি অভিযোগে যেন মৃত্যুদণ্ড বহাল থাকে তার জন্য আদালতে জোরালো বক্তব্য (যুক্তি) উপস্থাপন করেছি ।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চারটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেটা যেন বহাল থাকে তার জন্য জোরালো বক্তব্য দিয়েছি। ২,৪ ও ৬ নম্বর অভিযোগে সাক্ষীরা বলেছেন নিজামীর উপস্থিতির কথা। আর ১৬ নম্বর অভিযোগে হচ্ছে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ। এ ব্যাপারে শুধু বুদ্ধিজীবীর পরিবাররাই নয় সারাদেশের মানুষ বিচার প্রার্থী। মানুষ ন্যায় বিচার চায়। এ অপরাধের সাজা একটাই হতে পারে। সেটা হচ্ছে মৃত্যুদণ্ড বহাল থাকা।
বুদ্ধিজীবী হত্যায় নিজামী সরাসরি ছিলেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজয়ের ঊষালগ্নে নভেম্বর মাসে নিজামী আলবদর নিয়ে যে লেখা লিখেছেন তাতে অপকর্মে উৎসাহ দেয়া হয়েছে।
শুনানির সময় হিটলারের বিষয়ে কি বলেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হিটলার নিজের হাতে কাউকে মেরেছেন এমন কোনো সাক্ষী নেই। কিন্তু এক বিশাল জনগোষ্ঠীকে পরিকল্পনা করে নিধন করেছেন। একইভাবে আলবদর মুক্তিযোদ্ধাদের নিধন করার পরিকল্পনা করেছিলেন।
মাহবুবে আলম বলেন, নিজামী যখন ছাত্র সংঘের সভাপতি তখন আলবদর গঠিত হয়। আর উনারাই স্বীকার করেছেন জামায়তের লোকজনই আলবদরের বিভিন্ন পর্যারয়ের নেতা কর্মী ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন হচ্ছে এমন মামলা যে মামলায় অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি পেতে হয় অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে হবে। তবে অপরাধের মাত্রা অনুসারে সাজা কমে অথবা বাড়ে। এখানে বুদ্ধিজীবী হত্যা সীমাহীন অপরাধ।
এফএইচ/এসকেডি/পিআর