ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নাইকো দুর্নীতি মামলা : হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

প্রকাশিত: ০৮:১৯ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন তার আইনজীবী। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখা এ বিষয়ে আবেদন করা হয়েছে। সোমবার খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ জুন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদনটি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এফএইচ/জেডএইচ/এআরএস