ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

স্ত্রী হত্যা : উচ্চ আদালতেও স্বামীর ফাঁসি বহাল

প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

বগুড়া কাহালুতে স্ত্রী এশরিনাকে হত্যার ঘটনায় স্বামী সিরাজুল হককে নিম্ন আদালতের দেয়া  মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট।

ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে রোববার হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এএনএস বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্টপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমএ মান্নান মোহন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ২০০৬ সালের ১১ নভেম্বর সিরাজুল তার স্ত্রী এশরিনাকে ইনজেকশন পুষ করে হত্যা করে। এ ঘটনায় এশরিনার বড় ভাই সিরাজুল হক প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। মামলাল শুনানি শেষে ২০১০ সালের ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালত সিরাজুল হকের ফাঁসির সাজা দেন। পরে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন সিরাজুল। তবে হাইকোর্টও সেই আদেশই বহাল রাখে।

এফএইচ/এএইচ/আরআইপি