ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

চেম্বার জজ আদালতের বিচারপতি হলেন ওবায়দুল হাসান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৩ জুন ২০২১

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তি করার জন্য চেম্বার জজ আদালতের বিচারক হিসেবে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দুপুর ২টা ৩০ মিনিট থেকে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতের মামলার শুনানি গ্রহণ করবেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি ওবায়দুল হাসানকে চেম্বার জজ আদালতের বিচারক মনোনীত করার পর রোববার (১৩ জুন) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৩ জুন (রোববার) থেকে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের দৈনিক চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন। যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এফএইচ/এআরএ/এমএস