ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

৩১ দিনে ভার্চুয়াল আদালতে ৫১ হাজার আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০১ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চলমান বিধিনিষেধের মধ্যে সারাদেশে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে ৯৮ হাজার ১৮৯টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এ নিয়ে ৩১ কার্যদিবসে মোট ৫১ হাজার ৫৮৪ জন জামিন পেয়ে কারামুক্তি পেলেন।

সোমবার (৩১ মে) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

গতকাল সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ৩৪৯টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১৬৭৯ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

এফএইচ/এমএসএইচ/জিকেএস