ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

‘আসামি হাফিজ উদ্দিন আমার ভাইকে হত্যা করেছে’

প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের দুই সহোদর এটিএম নাসির আহম্মেদ ও শামসুদ্দিন আহম্মদসহ পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৭তম সাক্ষী মো. আব্দুল মালেক তার জবানবন্দি পেশ করেছেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তর সালের ২৬ সেপ্টেম্বর আসামি হাফিজ উদ্দিন আমার ভাই গফুরকে পিঠে গুলি করে হত্যা করেছে।

বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী এসব কথা বলেন। সাক্ষী বলেন, আমার নাম মো. আব্দুল মালেক (৬১)। একাত্তরে আমি নবম শ্রেণিতে পড়াশুনা করতাম। একাত্তরের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় আমি পড়ছিলাম। এমন সময় বাইরে কিছু লোকের ফিসফিস শব্দ শুনে টর্চ নিয়ে বাইরে যাই। তখন সেখানে অস্ত্রধারী কিছু রাজাকারকে দেখতে পাই।

তখন রাজাকাররা আমাকে দেখে বলেন, প্রাণে বাঁচতে চাইলে সেখান থেকে সরে যেতে। তখন আমি ঘরের ভেতরে লুকিয়ে থাকি। সেখান থেকে দেখতে পাই, রাজাকার মো. হাফিজ উদ্দিন, শামছুদ্দিন, নাসির উদ্দিন এবং আসামি মো. আজহারুল ইসলাম আমার ভাই গফুরকে ঘর থেকে বের করে নিয়ে যায়।

পরে খুদির জঙ্গল ব্রিজের কাছে নিয়ে দাঁড় করায়। এ সময় আসামি মো. হাফিজ উদ্দিন আমার ভাইকে পিঠে গুলি করে হত্যা করে এবং লাশ ব্রিজের নিচে লাথি দিয়ে ফেলে দেয়। এ ঘটনা আমার ভাবি আক্তার হাফিজা খাতুন আমাকে বলেছেন। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

এফএনইচ/বিএ