নিজামীর পক্ষে শুনানি শেষ, রাষ্ট্রপক্ষের শুরু
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা নিজামীর করা আপিল আবেদনের ওপর আসামি (নিজামী) পক্ষের শুনানি শেষ হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি শেষ করেন।
এদিকে আসামির পক্ষের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেঞ্চের অন্য তিন সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। একশ’ ২১ পৃষ্ঠায় মূল আপিল আবেদনের সঙ্গে ৬ হাজার ২শত ৫২ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়। আপিলে ১শত ৬৮ টি গ্রাউন্ড তুলে ধরে দণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীর মুত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের ১৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় এর রায় দেন আদালত।
এফএইচ/আরএস/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন ও ফজলুল করিম ছিলেন সাহসী
- ২ চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ
- ৩ জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঢাকার আইনজীবীদের
- ৪ অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মাহবুবুলসহ ১৮ জন কারাগারে
- ৫ অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মোস্তফাসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা