ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

১২ দিনে নিম্ন আদালতে ২১ হাজার ৪৬১ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৫ এএম, ২৯ এপ্রিল ২০২১

করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়ালি আবেদন শুনানি নিয়ে গত ১২ কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালতে ২১ হাজার ৪৬১ আসামি জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এ পর্যন্ত মোট ১২ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৮ হাজার ৯৬৬টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ২১ হাজার ৪৬১ জন আসামি জামিন পেয়েছেন।

ব্যারিস্টার সাইফুর রহমান আরও বলেন, এর মধ্যে বুধবার (২৮ এপ্রিল) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৪২২ জন কারাবন্দি জামিন পান।

এফএইচ/এমআরআর/এমকেএইচ