ভার্চুয়াল শুনানি : ৭ দিনে জামিন পেলেন সাড়ে ১৩ হাজার জন
চলমান লকডাউনের মধ্যে সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে বুধবার (২১ এপ্রিল) ২৮৩১টি আবেদন নিষ্পত্তি করে ১৩৪৯ জনকে জামিন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি আবেদনের শুনানি শুরু হয়েছে। যা অব্যাহত ভাবে চলছে।
তিনি আরও জানান, ২১ এপ্রিল সারা দেশে ১৩৪৯ জনসহ সাত কার্যদিবসে মোট ১৩ হাজার ৬০৭ জন কারামুক্ত হয়েছেন।
এফএইচ/এমএইচআর/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ খালেদার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে কাঁদলেন কায়সার কামাল
- ২ অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি ১৪ জানুয়ারি
- ৩ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
- ৪ রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিল আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
- ৫ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি