ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ভার্চুয়াল শুনানি : নিম্ন আদালতে ৩২৪০ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৪ এপ্রিল ২০২১

সারাদেশে অধস্তন (নিম্ন) আদালতে ভার্চুয়াল শুনানিতে কারাবন্দির তিন হাজার ২৪০ জন আসামিকে জামিন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (১২ এপ্রিল) থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

মঙ্গলবার সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে পাঁচ হাজার ১১০টি জামিন দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তিন হাজার ২৪০ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এরপর আগে গত ১২ এপ্রিল (সোমবার) এক হাজার ৬০৪ জন আসামিকে জামিন দেয়া হয়েছিল।

এফএইচ/এমএসএইচ