ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিচারক-আইনজীবীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২২ এএম, ৩১ মার্চ ২০২১

করোনাভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি, নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।

পরিবর্তিত পরিস্থিতিতে বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতিতে বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন।

এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন (বিচারিক) আদালতে অবিলম্বে কার্যকর হবে।

এর আগে করোনা পরিস্থিতিতে ২০২০ সালের জুলাই ও আগস্ট মাসে পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট/শেরওয়ানি ছাড়া বাকি পোশাক পরিধান করতে বলা হয়েছিল।

তবে, নভেম্বর মাসে শীত মৌসুমে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এবার সেটি আবার পরিবর্তন করা হলো।

এফএইচ/এমআরআর/এমকেএইচ