ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নোয়াখালীর পাঁচ জনের শুনানি ১৮ জানুয়ারি

প্রকাশিত: ১০:৩০ এএম, ২৪ নভেম্বর ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারাম থানার পাঁচ আসামির জামিন শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক আসামি একেএম মনসুর সম্পর্কে একটি রিপোর্ট দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জাহিদ ইমাম। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী তারিকুল ইসলাম।

এ মামলায় আটক আসামিরা হলেন; আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, মো. ইউসুফ ও মো. জয়নাল আবেদীন ও মো. আব্দুল কুদ্দুস। অপরদিকে এখনো পলাতক আছেন  আবুল কালাম ওরফে একেএম মনসুর।

এর আগে আসামি মো. আব্দুল কুদ্দুসের পক্ষে ট্রাইব্যুনালে জামিন আবেদন করেন আইনজীবী তারিকুল ইসলাম। গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনালে উক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে নোয়াখালীর সুধারাম থানায় একশত ১১ জনকে গণহত্যাসহ তিনটি অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, এই পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৪ সালের ১৬ নভেম্বর তদন্ত শুরু হয়ে গত ৩১ আগস্ট শেষ করেন তদন্তকর্মকর্তা। ওই দিনই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেন মামলার আইও।

এফএইচ/এসকেড/পিআর