ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

৩৪তম বিসিএস পরীক্ষা বাতিলে রুল

প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৩ নভেম্বর ২০১৫

৩৪তম বিসিএস পরীক্ষা বাতিলের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে এই ৩৪তম বিসিএস-এর (ভাইবা) মৌখিক পরীক্ষা কেন পুনরায় নেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

পরে রিটকারীদের আইনজীবী রুল জারির কথা নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার নূর উস সাদিক। নূর উস সাদিক বলেন, নন ক্যাডার প্রবিধান মালা ২০১০ সালের ৫ এর (১) ধারায় বলা আছে মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। এর আগের ৩৩তম বিসিএস পরীক্ষাতেও সেটিই করেছেন। প্রথা অনুযায়ী বরাবর তারা যেটা অনুসরণ করতেন কিন্তু ৩৪তম বিসিএসে তারা তা অনুসরণ করেননি।

তিনি বলেন, বিসিএস পরীক্ষায় ফলাফলে মেধা এবং কোটা ক্রম অনুযায়ী কমিশন তিনটি তালিকা প্রস্তুত করে আলাদা করে ফল প্রকাশ করার কথা থাকলেও তারা তা করেনি। নিজেরাই নিজেদের আইন লঙ্ঘন করেছেন। প্রতিবন্ধী কোটা থাকা সত্ত্বেও তারা চারশত ৪টি পদ শূন্য (খালি) রেখেছেন। আমরা সেই বিষয়টি নিয়ে রিট করেছি।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএস এর ফল প্রকাশ পেয়েছে। ফলাফল প্রকাশের সময় পরীক্ষার যথাযথা নিয়ম অনুসরণ করা হয়নি বলে রিট আবেদন করেন চৌধুরী জাফর সদিকসহ দুই প্রার্থী।

এফএইচ/এসকেডি/পিআর