করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্ট বার সভাপতি আব্দুল মতিন খসরু
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) সুপ্রিম কোর্টে তার চেম্বারের জুনিয়র আইনজীবী জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্যারের (আব্দুল মতিন খসরু) করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে স্যার বর্তমানে সিএমএইচ হাসপাতালে তার অন্যান্য শারীরিক পরীক্ষা করানোর জন্যে গেছেন।
এর আগে গত ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২১-২০২২) আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে তিনি সভাপতি পদে নির্বাচন করে নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
এফএইচ/এআরএ/জেআইএম