ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ফরেনসিক প্রশিক্ষণের ওপর জোর দিলেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২২ নভেম্বর ২০১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। রোববার বিকেলে প্রধান বিচারপতি তার সঙ্গে দেখা করার জন্য বঙ্গভবনে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রধান বিচারপতি বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

প্রধান বিচারপতি এসময় তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এছাড়া বিচারকদের প্রশিক্ষণ নিয়েও রাষ্ট্রপতিকে জানান এবং বিচারকদের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

প্রধান বিচারপতি অপরাধ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারক, পুলিশ ও চিকিৎসকদের সমন্বিত ফরেনসিক প্রশিক্ষণের ওপর জোর দেন। রাষ্ট্রপতি তখন প্রধান বিচারপতিকে সকল বিষয়ে সার্বিক সাহাযের আশ্বাস দেন।

এফএইচ/এসকেডি/পিআর