রাষ্ট্র চাইলে তাদের ক্ষমা করতে পারে
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা সেটা তাদের বিষয়। তবে রাষ্ট্র চাইলে তাদের ক্ষমা করে দিতে পারে।বুধবার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আসামিরা কি অপরাধ করেছেন সেটা তাদের বিষয়। আমরা আদালতে তথ্য প্রমাণ দেয়ার চেষ্টা করেছি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রইলো দেশের সর্বোচ্চ আদালতে। রায় কার্যকরে আর আইনি বাধা থাকলো না। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এসএম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির-সহ অর্ধ শতাধিক আইনজীবী।
এফএইচ/জেডএইচ/এমএস