ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

৩ সচিবের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৭ নভেম্বর ২০১৫

আদালতের নির্দেশ অনুসারে দুই মাসের মধ্যে ফরমালিন নিরীক্ষার সঠিক যন্ত্র সংগ্রহ না করায় খাদ্য সচিবসহ তিন সচিবের বিরুদ্ধে রুল জারি করেছেন হইকোর্ট। সচিবরা হলেন, খাদ্যসচিব মুশফেকা ইকফাত, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম ও স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান।

সেই সঙ্গে আদালতের আদেশ অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমননার অভিযোগ আনা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ বলেন, জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে ২০১৪ সালের ২৪ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ২ মাসের মধ্যে ফরমালিন পরীক্ষার জন্য উপযুক্ত ও কার্যকরি মেশিন সংগ্রহের জন্য স্বাস্থ্য, খাদ্য ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুসারে সঠিক যন্ত্র সংগ্রহ না করায় বিবাদীদেরকে গত ২৭ এপ্রিল আদালত অবমাননার নোটিশ দেয়া হয়। নোটিশ প্রদানের পরও যন্ত্র সংগ্রহ না করায় গত ১৫ নভেম্বর বাদী সাধন চন্দ্র দাস আদালত অবমাননার মামলা দায়ের করেন। আজ ওই আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ৩ সচিবের বিরুদ্ধে রুল জারি করেন।

এফএইচ/এসকেডি/পিআর