ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নোয়াখালী জজ আদালত নাজিরের অর্থপাচার মামলা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২০

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিরুদ্ধে করা মামলা কেন ঢাকায় স্থানান্তর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রোববার (২০ ডিসেম্বর) এ মামলায় দুদকের করা আবেদন শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ।

২০১৯ সালের ৫ আগস্ট দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার দুই আসামি নাজমুন নাহার তার আলমগীর হোসেনের স্ত্রী এবং আফরোজা আক্তার তার বোন। অপর আসামির নাম বিজন ভৌমিক।

এ বিষয়ে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জাগো নিউজকে জানান, ‘মামলাটি অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে। এই মামলায় দুদক ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে ঢাকায় স্থানান্তরের আবেদন করেছে। আজকে হাইকোর্ট মামলাটি ঢাকায় স্থানান্তরের রুল জারি করেছেন এবং মামলার কার্যক্রমের উপরে ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।’

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত মোট ৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার সম্পত্তি অর্জন করেন। ওই সম্পদ ভোগদখলে রেখে প্রতারণামূলকভাবে মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপনের লক্ষ্যে হেবা দলিল সম্পাদন, দলিলে জাল জালিয়াতি এবং বেনামে সম্পদ অর্জন এবং ভুয়া প্রতিষ্ঠান মেসার্স ঐশী ট্রেডার্সের ব্যবসার আড়ালে মোট ২৭ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৬৬ টাকা অবৈধভাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেছেন।

এফএইচ/এমএইচআর/এমকেএইচ